গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ কমল সরকার’গৌরীপুর : সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারের দোকানের সামনে উপকারভোগীদের তালিকা সাঁটানোর ফলে চার বছর পর স্থানীয় অর্ধশতাধিক হতদরিদ্র নারী-পুরুষ জানতে পারলেন তারা এ কর্মসূচীর মাঝে তালিকাভুক্ত। চার বছর আগে উপকারভোগীদের মাঝে এ কর্মসূচীর কার্ড বিতরণ করা হলেও তাদের নামে যে কার্ড হয়েছে এ বিষয়টি ছিল তাদের অজানা। অথচ বিগত চার বছরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত চাল মাস্টাররোলে যথারীতি টিপ সই দিয়ে ডিলারের কাছ থেকে উত্তোলন করে নিয়ে গেছেন কে? এ প্রশ্ন ভুক্তভোগী মহলের?এ যেন শুভঙ্করের ফাঁকি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) আরিয়ান ট্রেডার্সের প্রোপাইটর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লবের বিরুদ্ধে এ দুর্নীতির অভিযোগ ওঠেছে। এদিকে দুর্নীতির ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীরা ওই ডিলারের দোকান ঘরের সামনে ৪দিন ধরে বিক্ষোভ করে আসছেন তাদের কার্ড ফিরিয়ে দেয়ার জন্য। কিন্তু তাদের কার্ড বুঝিয়ে দিচ্ছেন না ডিলার। এ দুর্নীতির ঘটনার বিচার ও উপকারভোগীদের কার্ড উদ্ধারের জন্য (১১এপ্রিল)শনিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা। উল্লেখিত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ জানান, অনেক আগে চাল দেয়ার কথা বলে রুকুনুজ্জামান পল্লব তার কাছ থেকে নিজ ওয়ার্ডের অর্ধশতাধিক হতদরিদ্র মানুষে কার্ড জমা নিয়েছিলেন। এরপর তিনি আর কার্ডগুলো ফেরত দেননি। এদিকে মাস্টাররোলে ভূয়া টিপ সই দিয়ে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত চাল ডিলার নিজেই উত্তোলন করে কালোবাজারে তা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেন ইউপি সদস্য। এ বিষয়ে জানতে চাইলে আরিয়ান ট্রেডার্সের প্রোপাইটর রুকুনুজ্জামান পল্লব বলেন, ইউপি সদস্য শহিদুল্লাহ তার কাছে কোন কার্ড জমা দেননি। আর তালিকাভুক্ত হতদরিদ্রদের মাঝে কার্ড বুঝিয়ে দেয়ার দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধিদের’ ডিলারের নয়। ডিলারের কাজ হচ্ছে তালিকাভুক্তদের মাঝে চাল বিক্রি করা। চার বছর অর্ধশতাধিক হতদরিদ্র মানুষের চাল কে উত্তোলন করেছেন এমন প্রশ্নে জবাবে রুকুনুজ্জামান পল্লব বলেন, চলতি বছর তিনি দোকানে নিজে উপস্থিত থেকে চাল বিতরণ করছেন। এর আগে অন্য লোকদের মাধ্যমে চাল বিতরণ করাতেন তিনি। তাই অনিয়মের বিষয়টি তিনি জানতেন না। গাভীশিমুল গ্রামের ভুক্তভোগী খোকন, রোজিনা, কল্পনাসহ আরো কয়েকজন জানান, ডিলার রুকুনুজ্জামান পল্লব তাদেরকে চলতি বরাদ্দের চাল দিতে চাইছেন। কিন্তু তারা পুরো চার বছরের চাল না নিয়ে ঘরে ফিরবেন না বলে জানান। ২নং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সংশ্লিষ্ট এলাকার ইউপি মেম্বারদের মাধ্যমে তিনি খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ডগুলো বিতরণ করেছিলেন। ৫নং ওয়াডের্র মানুষ যে কার্ড বুঝে পায়নি এ পর্যন্ত তাকে কেউ বিষয়টি জানাননি। উল্লেখিত ডিলারের তদারকি কর্মকর্তা স্বাস্থ্য সহকারি আব্দুল মালেক জানান, তিনি দুথমাস হয়েছে উল্লেখিত ডিলারের তদারিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। তাই অনিয়মের বিষয়টি তিনি জানতেন না। তাছাড়া চাল বিতরণের ক্ষেত্রে ডিলার তার সাথে কোন সমন্বয় করতেন না বলে উল্লেখ করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীতে স্বচ্ছতা আনতে এ উপজেলার প্রত্যেক ডিলারের ঘরের সামনে তালিকা সাঁটিয়ে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বলা হয়েছে। এছাড়া কার্ড বঞ্চিতদের মাঝে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট ডিলারকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান, অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এক্ষেত্রে ভুক্তভোগীদের মাঝে চাল বিতরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে অসহায়দের পাশে ছাত্রলীগ নেতা কামাল গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন গৌরীপুরে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে সহায়তা প্রদান গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত আহত-২ গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন গৌরীপুরে পৌরসভার উদ্যোগে ২য় পর্যায়ে শিশু খাদ্য বিতরণ গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত গৌরীপুরে মাস্ক না পড়ায় ৮হাজার ৬শ টাকা জরিমানা গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ SHARES Matched Content দেশের খবর বিষয়: উপকারভোগীগৌরীপুরেচার বছর পরতারাতালিকাভুক্তহতদরিদ্ররা জানলেন