গৌরীপুরে সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে করোনা সংকটকালে সরকাররি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার কারনে ভ্রাম্যমান আদালত কর্তৃক দোকানীদের নামে মামলা করে তাদের কাছ থেকে তাৎক্ষনিক জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত গৌরীপুর মধ্যবাজার, উত্তর বাজার, কাঁচাবাজার ও কালিপুর বাজারসহ মোট ১৬ জন দোকানীকে বিভিন্ন অংকের অর্থদন্ড করেন। এতে মোট ৬৪ হাজার টাকা জরিমানা ্আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।