চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাহনাজ আক্তার শান্তা (১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৫ জুলাই রবিবার দুপুর ১ টার দিকে নিজ শয়ন কক্ষে সে গলায় নিজ ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শান্তা শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার জালমাছমারি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

মৃত শান্তার মা ও পরিবার সুত্রে জানা যায়, আত্মহত্যার সময় কেউ বাড়িতে ছিলনা। রোববার দুপুর ১ টার দিকে বাড়িতে কেহ না থাকার সুযোগে নিজ শয়ন ঘরের স্বরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজন ডাকা ডাকি করা হয় এবং পুলিশকে খবর দেয়া হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে শিবগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।