গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

কমল সরকার,গৌরীপুর ; ময়মনসিংহের গৌরীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সেঁজুতি ধরের নেতৃত্বে বুধবার (৮ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অসময়ে দোকান খোলা রাখা ও ঘুরাঘুরি করায় ৫ জনকে ৬ হাজার ১শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এ ছাড়া একই সময় ভ্রাম্যমাণ আদালত উপজেলার গৌরীপুর বাজার, বালুয়াপাড়া মোড়, বাস স্টেশন রোড, কাউরাট বাজার, শ্যামগঞ্জ বাজার, ডেংগা মোড় ও বিভিন্ন মোড়ের অর্ধশত চায়ের দোকানের আড্ডা ভেঙ্গে দিয়েছে।