গৌরীপুরে ৬’শ দুস্থ পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন জরিনা খাতুন

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : করোনা সংকট মোকাবেলায় আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিমের বৃদ্ধা মা জরিনা খাতুন (৮০) ময়মনসিংহের গৌরীপুরে নিজ এলাকায় প্রায় ৬শ কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তার দায়িত্ব নিলেন।

গত দু’সপ্তাহ ধরে তিনি গৌরীপুর উপজেলার নিজ কুল্লাতলি গ্রামসহ চল্লিশা কাউরাট, কাউরাট, নশ্বাই বৈরাটি, মৌজা বৈরাটি, বড় কালিহর, খোদ কালিহর, টিকুরি, ষোলগাই, গোবিন্দপুর গ্রামে দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় নিজ বাড়ির আঙ্গিনায় স্থানীয় দুস্থ নারী-পুরুষের মাঝে খাদ্য এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেন। জরিনা খাতুন জানান, সংকটকালীন সময় পর্যন্ত তিনি কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষকে প্রতি সপ্তাহে নিজ উদ্যোগে এ খাদ্য সহায়তা দিয়ে যাবেন।