বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানর দুই কেজি গাঁজা সহ দুই নারী ও একজন পুরুষ মাদক ব্যবসায়ী আটক।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বেনাপোল গয়ড়া গ্রাম থেকে তাদেরকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলো, যশোরের অভয়নগর থানার রুহুল আমিনের ছেলে ইকবল,আজিজ খানের মেয়ে পারভিন আক্তার,ও আজিজের মেয়ে রোকেয়া খাতুন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, আজ গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামে এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।