ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত সংলগ্ন পূর্ব উচনা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, পূর্ব উচনা গ্রামের মঞ্জুরুল ইসলাম শুকুর (৩২) ও পাশের কয়া গ্রামের সানোয়ার হোসেন ( ৩১)।

পাঁচবিবি থানা পুলিশের উপ পরিদর্শক শামিদুল্যাহ জানান, ভারত থেকে অবৈধ ভাবে ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পূর্ব উচনা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৩০ বোতল ফেন্সিডিলসহ মঞ্জুরুল ও সানোয়ার নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়।

তিনি আরও জানান, চোরাচালানের মাধ্যমে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে জেলায় ও জেলা বাইরের মাদকসেবীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আটককৃতরা। এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।