গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : জয়পুরহাটে গাঁজাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালাই উপজেলার পুনট বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম কুমিল্লার ব্রাক্ষ্মপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, একটি পিকআপ থেকে গাঁজা বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জেলার কালাই উপজেলার পুনট বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় গাঁজা বহনকারী পিকআপসহ শফিকুলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল জানায়, দীর্ঘদিন ধরে কৌশলে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধ ভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট পিকআপযোগে সরবরাহ করে আসছিল।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, অভিযানের সময় ৩৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রির ১২শ টাকা, মোবাইল ও পিকআপটি জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ শফিকুলকে কালাই থানায় সোপর্দ করা হয়েছে।