গাঁজাসহ দুই মাদক কারবারী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ অনলাইন ডেস্ক : নওগাঁর মান্দায় গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরীঘাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার উত্তর গ্রামের সোহেল রানা (৩৯) ও বি-পাড়া গ্রামের মিজানুর রহমান মিজান (৩০)। র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরীঘাট নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৩টি মোবাইল সেট, নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, উদ্ধারকৃত ৮১ কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩২ লক্ষ টাকা। র্যাব আটককৃতদের মান্দা থানায় সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। Share this:FacebookX Related posts: কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক করিমগঞ্জে গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোলে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে র্যাবের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামালপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দূর্গাপুরে গাঁজাসহ গ্রেফতার-১ ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-১ সাপাহারে গাঁজাসহ সৎ বাবা-মেয়ে আটক চুয়াডাঙ্গার হাতিকাটায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: গাঁজাসহদুই মাদক কারবারী আটক