গৌরীপুরে পৌরসভার উদ্যোগে শিশু খাদ্য বিতরণ

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

কমল সরকার,গৌরীপুর ; ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার উদ্যোগে (২৮জুন) রবিবার প্রধান মন্ত্রীর উপহার ১ শ জনের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেঁজুতি ধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিশু খাদ্য বিতরণ করেন ।

১শ জন শিশু খাদ্যের মাঝে ৪০জনকে প্রধান মন্ত্রীর উপহার ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এর ব্যাক্তিগত অর্থায়নে আরো ৬০ জনের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়।

শিশু খাদ্যের মাঝে ছিলো চাল, ডাল, আটা, চিনি, সাবুদানা, বিস্কুট ও সাবান। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান সুজন,উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, প্রধান প্রকৌশলী ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) মদন মোহন দাস, কাউন্সিলর নাজিম উদ্দিন, এস এম আলী আহাম্মদ, দিলুয়ারা আক্তার, শিউলি চৌধুরী, জেসমিন আক্তার, সাইফুল ইসলাম রিপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান প্রমুখ।