নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে জনাব আলী (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

কৃষক জনাব আলী গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, সকাল থেকে কৃষক জনাব আলী বাড়ির পাশে মাঠে জমিতে বীজতলা তৈরীর কাজ করছিলেন। দুপুরের দিকে আকাশে কালো মেঘে ছেয়ে যায়। পরে ঝড়বৃষ্টি শুরু হলে হঠাৎ করেই বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।