নওগাঁয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

নাজমুল হক নাহিদ,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আক্তার।

পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা ১২টি স্কুল থেকে শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল (রানা),উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক-এরফান আলী, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম কর্মকর্তা আব্দুর রউফ পাভেল প্রমুখ।