রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে কৃষি জমিতে কাজ করার সময় এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টা ৪৫ মিনিটে উপজেলার চব্বিশনগর এলাকার এই দুর্ঘটনা ঘটে।

মৃত ওই কৃষকের নাম, হাসিরুল ইসলাম (৩২)। তিনি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বারুইপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

গোদাগাড়ীর চব্বিশনগর এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ময়ান হোসেন জানান, বজ্রপাতে নিহত হাসিরুল কৃষি কাজের জন্য রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর গ্রামের কৃষি জমিতে কাজ করছিলো।

শুক্রবার বেলা ১১ টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় কৃষি জমিতে কাজ করা আমিসহ অন্যান্য কৃষকরা এসে তাকে উদ্ধার করি। পরে তার মৃতদেহ বাড়ীতে পৌছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।