নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ আটক-৩

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলা থেকে মাদক বিরোধী অভিযানে নারিসহ ৩ মাদক কারবারিকে ৪ কেজি গাঁজাসহ আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সনিবার দিবাগত রাত ১ টার সময় সদর উপজেলার ঝিগড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,সদর উপজেলার কুজাপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে শাহিন(২৬)দাসকান্দি গ্রামের মৃত তামেজ উদ্দিনের ছেলে বকুল হোসেন(৩০)ও কুজাপাড়া গ্রামের মিন্টু হোসেনের স্ত্রী হেনা বেগম।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ওসি) কে এম শামছুদ্দিন বলেন, আটক মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।