নওগাঁয় বজ্রপাতে নিহত ২

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলার মান্দা ও নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে এই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন, মান্দা উপজেলার কুলিহার গ্রামের ময়নুল হোসেন (৩২) ও নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদ শিমুল (৩২)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বুধবার দুপুরে কুলিহার বাজার থেকে বাড়িতে যাওয়ার সময়ে বজ্রপাতে ময়নুল হোসেন ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, আব্দুল ওয়াহেদ শিমুল উপজেলা সদরের প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের উত্তরের মাঠে জমি মাপযোগ করার সময় বজ্রপাতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।