মাছ ধরার সময় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

অনলাইন ডেস্ক : বগুড়ার সোনাতলায় মাছ ধরার সময় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সোনাতলা উপজেলার মধুপুর ও কাতলাহার গ্রামে এই ঘটনা ঘটে। তারা তিনজনই মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

মৃতরা হলেন- মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৫) ও সিদ্দিকের ছেলে সিয়াম হোসেন (১০) এবং কাতলাহার গ্রামের বুড়ার দহে মাছ ধরতে ডসয়ে সুবাস চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায়(১৭)।

জানা গেছে , সোমবার বেলা ১২টার দিকে সোনাতলা উপজেলার মধুপুর গ্রামের মাটিয়ালির বিলে মাছ ধরছিলেন সিদ্দিক ও তার ছেলে সিয়াম। এ সময় বজ্রপাতে দুজনেই মারাত্মক দগ্ধ হন। তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে কাতলাহার গ্রামের পাশে বুড়ারদহ খালে ব্রিজের নিচে মাছ ধরতে যান সুমন চন্দ্র রায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনাতলা থানার ওসি জাহিদ হোসেন জানান তিন জনের মৃত্যুর খবর তারা জেনেছেন। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।