দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকালে বদলগাছী আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে। গত দুই দিন নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিলো। ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নওগাঁর ইতিহাসে সর্বনিম্ন। তাই কনকনে শীতে কাঁপছে উত্তরের জেলা নওগাঁ ও তার আশপাশের অঞ্চল। দ্বিতীয় দফায় নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। শীত বস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। শীতের কারণে সন্ধ্যা হতে না হতেই ফাঁকা হয়ে যাচ্ছে জনমুখর স্থানগুলো। দিনের বেলায় নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকেল থেকে তাপমাত্রা কমতে শুরু করে। উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীতে খেটে-খাওয়া বিশেষ করে দিনমজুর, ভবঘুরে, গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষরা চরম বেকায়দায় পড়েছেন। এদিকে, প্রচন্ড শীতে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জেলার প্রতিটি হাসপাতালে পা ফেলার জায়গা নেই। তবে জেলার কোথাও এখন পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত কোন শিশু বা বৃদ্ধের মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সবচেয়ে শীতলতম মাস জানুয়ারির প্রায় মাঝামাঝি এসে এই মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এই শৈত্যপ্রবাহ আরও ২/৩ দিন থাকতে পারে। তবে জেলায় কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। Share this:FacebookX Related posts: নওগাঁয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ আটক-৩ নওগাঁয় একদিনে ১৫৭ জন হোম কোয়ারেন্টাইনে, ১১৬ জনের রির্পোট নেগেটিভ নওগাঁয় বজ্রপাতে নিহত ২ নওগাঁয় নারীর মৃতদেহ উদ্ধার নওগাঁয় আরও ৮৮ জন করোনায় আক্রান্ত নওগাঁয় প্রবাসী নারীর স্বাক্ষর জালিয়াতি করে স্বামীকে ভুয়া তালাক নওগাঁয় সম্পত্তি লিখে নিয়ে বাবাকে দঁড়ি দিয়ে বেঁধে রেখেছে সন্তানরা নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের নওগাঁয় বিধবাকে ধর্ষনের অভিযোগে ইমামসহ ৭জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার-২ নওগাঁয় বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ SHARES Matched Content দেশের খবর বিষয়: দেশেরনওগাঁয়সর্বনিম্ন তাপমাত্রা