হালুয়াঘাটে তিন মাস কর্মস্থলে অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুন ১, ২০২০

বিজ্ঞপ্তি : উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার বহুল প্রচারিত দৈনিক সময় সংবাদ পত্রিকার সারা বাংলায় গত ৩১ মে ২০২০ ইং তারিখে “হালুয়াঘাটে তিন মাস যাবৎ কর্মস্থলে অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত পক্ষে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শারিরিক অসুস্থতা এবং আমি যে এলাকায় বাসকরি (মিরপুর,ঢাকা) তা করোনা ঝুকিপূর্ণ বা রেডজোন হওয়ায় গত পাঁচদিন কর্মস্থলে থাকতে পারি নাই।

উপরোন্ত আমি সরকারি নির্দেশ মোতাবেক এ সময়ে সকল অফিসিয়াল কাজকর্ম অনলাইনে সুচারু রুপে সম্পন্ন করেছি। প্রতিবাদ লিপিটি আপনার পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি।

নিবেদক
মোঃ জাকির হোসেন মোল্লা
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
হালুয়াঘাট,ময়মনসিংহ।
দৈনিক সময় সংবাদ