উলিপুরে ঢাকাগামী নাইটকোচসহ বিভিন্ন অপরাধে জরিমানা

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুন ১, ২০২০

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রি বহনের অপরাধে ঢাকাগামি দুইটি নাইট কোচের ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ভ্রাম্যামান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির উলিপুর-নাজিমখাঁন সড়কের বাকরের হাট বাজার নামকস্থানে ঢাকাগামী আলম এশিয়া ও হারুন চিশতিয়া নামের দুইটি নাইট কোচ আটক করে তল্লাশি করেন। এসময় সরকারি নিয়ম বর্হিভূত ভাবে যাত্রি পরিবহণের অপরাধে ঢাকাগামি নাইট কোচ দুইটির ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব রোধে মুখে মাক্স পরিধান না করা ও দোকান খোলা রেখে কেনাবেচা করার অপরাধে আরো ৭ ব্যক্তির ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।