ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর খাদ্যা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ২২২ পদাতিক বিগ্রেডের ২৯ বীর ব্যাটালিয়নের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলার বোদা পৌরসভার অনুভব প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী এবং বোদা উপজেলার বালাভির আদিবাসী সাঁওতাল পল্লীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও এলাকার অসহায়-দুস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হাতে তুলে দেন লেফটেন্যান্ট এস. এম সাইফুর রহমানের নেতৃত্বাধীন সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

এসময় ২৯ বীর ব্যাটালিয়নের আরো সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি, সুজি, সেমাই, আটা, বিস্কুট ও গুড়ো দুধ সমন্বিত খাদ্য।