পঞ্চগড়ে ১০৫৭টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বধোন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। পঞ্চগড়ে ১০৫৭টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

ভুমিহীন ও গৃহহীনদের ঘরের চাবি ও দলিল হস্তান্তরের প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বধোন অনুষ্ঠানে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন রেলপথ মন্ত্রী অ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রসাশক ডঃ সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের মানুষ।

পঞ্চগড়ে ১০৫৭ জনের মধ্যে সদর উপজেলায় ২০৮, দেবীগঞ্জে ৫৮২, বোদায় ৫৫, আটোয়ারীতে ৭০ এবং তেঁতুলিয়া উপজেলায় ১৪২ জনকে ঘরের চাবি, সনদ ও খারিজ তুলে দেয়া হয়।

প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। এতে ১৮ কোটি সাত লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এসব ঘর খাস জমি ও দানকৃত জমিতে নির্মাণ করা হয়েছে। একটি পরিবারের জন্য দুই রুম বিশিষ্ট সেমি পাকা ঘরে থাকবে রান্না ঘর, বাথরুম ইউটিলিটি রুম ও সামনে খোলা বারাদ্দা।

এ ছাড়াও মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অর্থায়নে আরো ১১ জনকে এসব ঘর বরাদ্দ দেয়া হয়।

১৯৯৭ সালে ‘আশ্রয়ণ’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির মানুষের মাঝে আজ এসব ঘরের চাবি, সনদ ও খারিজ তুলে দেয়া হলো।