ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ : ‘সেনাগৌরব পদক’ পেলেন ক্যাপ্টেন আশিক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪ অনলাইন ডেস্ক ; পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয়ায় সেনাগৌরব পদক (এসজিপি) অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক। রোববার (১৮ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেয়া হয়। এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান তিনি। তাকে ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন সেনাপ্রধান। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন।জহির উদ্দিন পরান লিখেছেন, নিশ্চয়ই আল্লাহ’পাক ধৈর্যশীলদের সাথেই থাকেন। ধৈর্যের পরিচয় দিয়ে “সেনাগৌরব” পদক পেলেন আলোচিত ক্যাপটেন আশিক। আলহামদুলিল্লাহ। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ব্য। পারটাই অন্য রকম। মনির হোসেন লিখেছেন, ‘সেনাগৌরব’ পদক পেলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন…আশিক স্যার। কেউ ঘৃনীতভাবে ভাইরাল হলেন আর কেউ সম্মানের সহিত ভাইরাল হলেন। এতে তফাৎ শুধু একটাই কেউ মেধাবী নামে বেয়াদবের বহিঃপ্রকাশ ঘটালো। আর কেউ মেধাবী পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটালো। আমিন আহমেদ লিখেছেন, আলহামদুলিল্লাহ ভিডিওটা আমিও কয়েকবার দেখেছি। আসলে উনার ধৈর্যটা অনেক বেশি ছিল আর উনি ওই পুরুষ্কার পাওয়ার উপযুক্ত। Share this:FacebookX Related posts: ‘সুলতানা কামাল কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন’ ব্যয় বাড়লো বঙ্গবন্ধু রেলসেতুর ঘরে ঈদের নামাজ আদায়ের নিয়ম বললেন আজহারী লেবাননে আটকেপড়া ৭১ জন প্রবাসী দেশে ফিরেছে বিমান বাহিনীর বিমানে জাতীয় শোক দিবস কাল প্রত্যেক উপজেলায় হচ্ছে ফায়ার স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে শৈত্যপ্রবাহ থাকবে আরও দুদিন টিকার জন্য চীনা কোম্পনির সঙ্গে শিগগিরই চুক্তি ১৭ হাজার ৫২৪ কোটি টাকার সম্পূরক বাজেট পাস ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, আরও ১৬২ জনের শনাক্ত মেগা প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হচ্ছে SHARES Matched Content জাতীয় বিষয়: 'সেনাগৌরব পদক’ পেলেনক্যাপ্টেন আশিকধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ