গাজীপুরে লুট হওয়া উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করল সেনাবাহিনী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪ অনলাইন ডেস্ক ; বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গাজীপুরর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারু, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য সরঞ্জামাদিসহ জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গত ৫ আগস্টের পর জেলার বিভিন্ন থানা থেকে এগুলো অবৈধভাবে লুটপাট হয়। সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব হস্তান্তর করা হয়। বিভিন্ন মডেলের ৩টি পিস্তল, ৫টি শর্টগানসহ গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে অস্ত্র, গোলাবারু, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লে. কর্ণেল লুৎফর রহমান।জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের বলেন, গত ৫ আগস্ট জেলার বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওইসব উদ্ধার করা হয়। অনেকে স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়েছে। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, ৫টি শর্টগান, একটি ওয়ালথার, ৬টি পিস্তল ম্যাগাজিন, ৪টি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শর্টগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।তিনি বলেন, লুট হওয়া এবং খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। Share this:FacebookX Related posts: অসহায় কর্মহীন দরিদ্রদের বাড়িতে খাদ্য নিয়ে সেনাবাহিনী গাজীপুরে করোনা পরিস্থিতি: নতুন আক্রান্ত ১২৯ অনলাইনে কোরবানীর পশু বিক্রির উদ্যোগ গাজীপুরে গাজীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু গাজীপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ গাজীপুরে ১১টি অবৈধ ইটভাটায় অভিযান, ৬৬ লাখ টাকা জরিমানা গাজীপুরে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ দিলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ফরিদপুরে লকডাউন পালনে কাজ করছে সেনাবাহিনী গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করলগাজীপুরেলুট হওয়াসেনাবাহিনী