রাজশাহীর সাবেক এমপি কালামসহ ২২ জনের নামে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪ অনলাইন ডেস্ক : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদ, তাঁর স্ত্রী ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার শাইলা পারভীন এবং উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুসহ আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে গত শনিবার রাতে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন আব্দুল মতিন নামের এক ব্যক্তি। তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খাপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। মামলার এজাহারের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের তৎকালীন এমপি আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার শাইলা পারভিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেন। তাঁদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং হাটবাজারে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এছাড়া, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নেতা-কর্মীদের বাড়িঘর ছাড়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভবানীগঞ্জ এলাকায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মারধর ও গুলিবর্ষণ করে আহত করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।ওসি অরবিন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: ধামইরহাটে ৩৩ মাদক সেবীর কারাদণ্ড র্যাফেল ড্র এর টিকিট বিক্রি’র দায়ে নাচোলে ১৩ জনের বিনাশ্রম কারাদন্ড লুটপাটের মামলায় বিতর্কিত ইউপি চেয়ারম্যানের কারাদন্ড, এলাকায় মিষ্টি বিতরণ টানা বৃষ্টিতে বোরো ধান নিয়ে বেকায়দায় রাজশাহীর কৃষকরা ধুনটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণসহ হত্যা মামলার ৪ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি বাড়ি পাচ্ছেন রাজশাহীর ৬৯২ ভূমিহীন পরিবার ঈদে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত আত্রাই শিশু সন্তানকে হত্যার দায়ে বাবার মৃত্যুদন্ড রাজশাহীর দুর্গাপুরে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত রাজশাহীর বাসস্ট্যান্ড এলাকার শীর্ষ সন্ত্রাসী অনিক গ্রেফতার অনিশ্চিয়তায় রাজশাহীর ৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলা সেনাবাহিনীর কম্বল পেয়ে খুশি রাজশাহীর শীতার্ত অসহায় মানুষ SHARES Matched Content আইন আদালত বিষয়: ২২ জনের নামে মামলাকালামসহরাজশাহীরসাবেক এমপি