পঞ্চগড়ে সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা সহায়তা প্রদান

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর করোনা ভাইরাস প্রতিরোধে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, সড়কে ও বিভিন্ন যানবাহনে জীবানু নাশক পানি স্প্রে, জনসচেতনতামুলক মাইকিং সহ বিভিন্ন কার্যক্রম পরিচিলনা করে আসছে। এরি ধারাবাহিকতায় আজ ভ্রাম্যমান চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

৩০শে মার্চ (সোমবার) দুপুরে পঞ্চগড় শহরের শেরই বাংলা পার্ক সংলগ্ন এলাকায় এক ভ্রাম্যমান চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমান চিকিৎসা সহায়তা প্রদাণ করেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া।এসময় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম, চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিদর্শন, দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর সেনানিবাসের ২২২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর সিদ্দিকী, সৈয়দপুর সেনানিবাসের ২৯ বি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দীন, রংপুর (সিএমএইচ) মেডিক্যাল অফিসার মেজর মোরছালিন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, পঞ্চগড় ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার ওয়াদুদ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী অাল তিনেক, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ।

এসময় মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত হয়েছে। আমাদের উদ্দ্যোশ হলো আতংক সৃষ্টি করা নয়, জনগণের স্বস্তি প্রদান করা।