হালুয়াঘাটে বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পৌর ও কলেজ শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে গতকাল অপরাহ্নে বিএনপি নেতা আজিজুল আহসান এর সভাপতিত্বে পৌর শহরের সাবেক এমপি আফজাল এইচ খানের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, দেশ আবার স্বাধীন হয়েছে,বিএনপি ও ছাত্রদলকে ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত করতে হবে। সাবেক এমপি আফজাল এইচ খানের নেতৃত্বে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। বর্তমান চলমান পরিস্থিতি ঘোলাটে করার জন্য এখনো আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করার চেষ্টা করে যাচ্ছে তা প্রতিহত করে যাচ্ছি।

সাবেক ছাত্র দলের সভাপতি নূরে আলম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র দলের সভাপতি লুৎফর রহমান, বিএনপি নেতা জহিরুল ইসলাম বাবু,আনোয়ার হোসেন ,শেখ ফরিদ ,গোলাম মোস্তফাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।