আবু সাঈদ হত্যায় মামলা দায়ের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪ অনলাইন ডেস্ক : রংপুরে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহতের এক মাস পর সাঈদের পরিবার হত্যা মামলা দায়ের করেছে। এতে আসামি করা হয়েছে রংপুর মহানগর পুলিশের কর্মকর্তা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতাকর্মীর সহ অজ্ঞাত আরও দেড়শ জনকে। শনিবার সকালে রংপুর চিফ জুডিসিয়াল আদালতে মামলার আবেদন করেন আবু সাঈদের ভাই রমজান আলী। আদালতের বিচারক রাজু আহমেদ বাবু মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণের জন্য তাজহাট থানাকে নির্দেশ দেন। মামলায় আসামী করা হয়েছে- মহানগর পুলিশের এএসআই আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, কোতোয়ালি জোনের সহকারি পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, পরশুরাম জোনের সহকারি কমিশনার আল ইমরান হোসেন, উপ-পুলিশ কমিশনার আবূ মারুফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, বিশ্ববিদ্যালয় ক্যাম্প ইনচার্জ এসআই বিভূতিভূষণ, তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মোঃ আব্দুল বাতেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনকে। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রায়হানুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে জড়িত ১৭ জনের নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৩৫ জন কে আসামি করা হয়েছে। আদালত মেট্রোপলিটন তাজহাট থানাকে ‘ট্রিট ফর এজাহার’ হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। পুলিশ চাইলে আসামীদের যেকোন সময় গ্রেফতার করতে পারবে। তবে যেহেতু পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাই জুডিশিয়াল ইনকোয়ারির জন্য আদালতকে জানানো হয়েছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: গোবিন্দগঞ্জে স্ত্রীসহ ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার বিরামপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত পঞ্চগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সাদুল্যাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যূ লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে যুবক নিহত লালমনিরহাটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন, আগাম বর্ষায় লোকসানের আশংকা করতোয়ার পানি বৃদ্ধি, ১৫ পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলীন পায়ে শিকল বাধা অবস্থায় মাদ্রাসা ছাত্রকে ধানক্ষেত থেকে উদ্ধার করলেন ওসি ব্যবসায়ীর ওপর হামলা, জলঢাকায় মানববন্ধন ইউএনও-ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ বোদা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা SHARES Matched Content দেশের খবর বিষয়: আবু সাঈদমামলা দায়েরহত্যায়