পঞ্চগড়ে করোনাকে জয় করলো ৩ যুবক

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতনিধি : পঞ্চগড়ে করোনাকে জয় করলো সাদেকুল ইসলাম (২৬), নাজিম উদ্দিন (২৬) এবং রিপন আলী (২০) নামের তিন যুবক। তারা পঞ্চগড় ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় করোনা মুক্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে করোনা জয়ী তিন যুবকে ছাড়পত্র দেয়ার সময় করোনা জয়ী হিসেবে তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। সে সাথে প্রত্যেকের হাতে পুষ্টিকর বিভিন্ন ফলের একটি করে ঝুড়ি তুলে দেয়া হয়। তাদেরকে ছাড়পত্র তুলে দেন সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান।

এ সময় জেলা পুুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার সীতাগ্রাম এলাকার আজিজার রহমানের ছেলে সাদেকুল ইসলাম গত ১২ মে ঢাকা থেকে বাড়ি ফেরেন। ২৬ মে তার করোনা ধরা পড়ে। পরদিন তাকে পঞ্চগড় জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডেডিকেটেড করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

গত ২ জুন ও ৯ জুন দুই দফায় আবারো তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে দুইবারই তার করোনা নেগেটিভ আসে। অপর দিকে গড়িনাবাড়ি ইউনিয়নের ঠাটপাড়া এলাকার সমিজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রিপন আলী গত ১৮ মে ঢাকা থেকে বাড়ি ফেরেন। ২৬ মে তাদের করোনা পজেটিভ আসে। পরদিন তাদেরকেও পঞ্চগড় ডেডিকেটেড করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। তাদের কেও গত ২ জুন ও ৯ জুন দুই দফায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে দুইবারই তাদের করোনা নেগেটিভ আসে।

দুই বারই করোনা নেগেটিভ আসায় তিন যুবকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয় জেলা স্বাস্য বিভাগ। ছাড়পত্র হাতে পেয়ে তিন যুবকের চোখে মুখে ছিলো মুক্তির হাসি। ছিল যুদ্ধ জয়ের আনন্দ।

এসময় তিন যুবক বলেন, যদি কারো পরিবারের কেউ করোনা আক্রান্ত হয়ে থাকে তাহলে হতাশ না হয়ে তাকে অবশ্যই মানোসিক সাপোর্ট দিবেন, কারণ সেই সময় পরিবারের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। তবেই সে করোনাকে জয় করতে পারবে।