জয়পুরহাটে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪ অনলাইন ডেস্ক : জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে আওয়ামী লীগের কর্মীদের ছোড়া গুলিতে মেহেদী (২৫) নিহত হওয়ার ঘটনায় নির্দেশদাতা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাদী জেসমিন আক্তারের পক্ষে মামলা দায়ের করেন জয়পুরহাট বারের সিনিয়র আইনজীবী আব্দুল মোমিন ফকির। তিনি মামলা দায়ের শেষে জানান, মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, জয়পুরহাটের সাবেক দুই এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন (হুইপ) সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালতের ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে জয়পুরহাট থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত মেহেদীর বাড়ি সদর উপজেলার নতুনহাট শেখপাড়া মহল্লায়। তিনি পেশায় একজন অটোচালক। মামলার বাদী জেসমিন আক্তার বলেন, ৫ আগস্ট আমার স্বামী মেহেদী বাড়িতে অটো রেখে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে শহরে যায়। সেখানে আমার স্বামী মেহেদী গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমি এই হত্যার বিচার চাই। আর যেন কেউ স্বামী হারা না হয়। নিহত মেহেদীর বোন সাবানা আক্তার বলেন, মেহেদীর হত্যার সুষ্ঠু বিচার চাই। আর যেন কোন বোনকে তার ভাইকে হারাতে না হয়।মামলায় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জন প্রতিনিধিসহ অজ্ঞাতপরিচয় আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় স্থানীয় পর্যায়ের উল্লেখযোগ্য আসামিরা হলেন- জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আওয়ামী লীগের সমাকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ অবসর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, শেখর মজুমদার, সহ-সভাপতি জাহিদুল আলম বেনু, জেলা যুবলীগের সভাপতি রাসেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোরশেদ আলী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রমজান আলী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, সাধারণ সম্পাদক সাব্বির, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা পরিষদ সদস্য চন্দন। Share this:FacebookX Related posts: জয়পুরহাটে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা জয়পুরহাটে বিপুল পরিমান ভেজাল গুড় উদ্ধার পুলিশের কল্যাণে দেড় বিঘা জমি দান করলেন সাবেক আইজিপি জয়পুরহাটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন ১২ বছরে ১ লাখ ৩৭ হাজার লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তি জামিন পেলেন সাংবাদিক রোজিনা আবারও পেছাল খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন শুনানি হাইকোর্টে ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ ড. ইউনূসের করফাঁকি প্রমাণিত: হাইকোর্ট গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে বরখাস্ত আইনানুগ ছিল না: হাইকোট বগুড়ায় হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন রংপুরে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা SHARES Matched Content আইন আদালত বিষয়: ‘শেখ হাসিনা২১৭ জনের বিরুদ্ধে মামলাওবায়দুল কাদেরসহজয়পুরহাটে