গৌরীপুরে সাংবাদিক সুরেশ কৈরীর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

কমল সরকার,গৌরীপুর ; ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, দৈনিক সংবাদের নিজস্ব সংবাদদাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুরেশ কৈরীর ২০তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে করোনা সংকট কালে সামাজিক দুরত্ব বজায় রেখে এ উপলক্ষে উপজেলার কালিখলাস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে (১৩মে) বুধবার সন্ধ্যায় হরিনাম সংকীর্তন, প্রয়াতের স্বরনে প্রার্থনা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এ ছাড়া কিশোরগঞ্জ জেলায় অবস্থানরত প্রয়াতের স্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালনের খবর পাওয়া গেছে। উল্লেখ্য ২০০০ ইং সনের এইদিনে সন্ধ্যার দিকে বাসযোগে ময়মনসিংহ থেকে গৌরীপুর আসার পথে কলতাপাড়া নামক স্থানে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সাংবাদিক সুরেশ কৈরী পরলোকগমণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে সন্তান রেখে গেছেন।