গৌরীপুরে ইফতার বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মে ১৩, ২০২০ কমল সরকার’ গৌরীপুর ; করেনা ভাইসের প্রদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের পাশে দ্্াঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক’ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। ময়মনসিংহের গৌরীপুর সংসদীয় আসনে প্রতিনিয়ত কর্মহীন অসহায় গরীব মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। তাঁর উদ্যোগে প্রায় প্রতিদিনই চলছে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় সাহায্য ও ত্রাণ বিতরণ। রমজান শুরুর পর থেকেই তিনি লাগাতার ভাবে অসহায় কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ শুরু করেন। ড. সামীউল আলম লিটনের উদ্যোগে মঙ্গলবার (১২মে) গৌরীপুর উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়নের বিভিন্ন বাজার এবং শ্রমজীবি মানুষের মাঝে তাঁর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণে সার্বিক সহযোগীতা করেন বঙ্গবন্ধু পরিষদের ইউনিয়ন শাখার সভাপতি মোশারফ হোসেন বাচ্চু এবং সাংগঠনিক সম্পাদক শাহজাদা হোসেন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন বলেন, মানুষ মানুষের জন্য। করোনা মোকাবেলায় সরকার সকল ধরণের পদক্ষেপ নিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা দলীয় নেতাকর্মীরাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিনিয়ত সহযোগীতা করার চেষ্টা করছি। দুর্যোগকালীন এই সহযোগীতা চলমান থাকবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজারে ও শ্রমজীবিদের মাঝে চলছে ইফতার বিতরণ। তার অংশ হিসেবে আজ অচিন্তপুর ইউনিয়নে ইফতারি সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। তিনি বলেন পুরো রমজান মাস এই ইফতার বিতরণ অব্যহত থাকবে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে আমরা ক’জন তরুন সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গৌরীপুরে বাড়ি বাড়ি ও পথে পথে ইফতার বিতরণ গৌরীপুরে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু মানুষের উপচে পড়া ভীড় গৌরীপুরে শ্বাসকষ্টে একজনের মৃত্যু অপরজনও শ্বাসকষ্টে আক্রান্ত! গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম গৌরীপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ-যুবলীগ গৌরীপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রাণ সামগ্রী বিতরণ গৌরীপুরে কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ সামগ্রী বিতরণ গৌরীপুরে এলজিএসপির টাকায় স্কুলের নতুন ভবন গৌরীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গৌরীপুরে মাস্ক না পড়ায় ৮হাজার ৬শ টাকা জরিমানা গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: ইফতার বিতরণগৌরীপুরে