হালুয়াঘাটে আরও ৩০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করল বিজিবি

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
হালুয়াঘাটে আরও ৩০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করল বিজিবি

হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে সপ্তাহের ব্যবধানে অভিযান চালিয়ে ভারতীয় ৮৪ বস্তা (২ হাজার ৫২০ কেজি) জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ আইলাতলী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. জামাল উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ।

আইলাতলী বিওপির প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ১১২৭/৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর নলকুড়া নামকস্থান দিয়ে শুক্রবার ভোররাতে অবৈধভাবে ভারত থেকে বিপুল পরিমান জিরা নিয়ে আসে চোরাকারবারীরা।

এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আইলাতলী বিওপির বিজিবির টহলদল। বিজিবি সদস্যদের আসার সংবাদ পেয়ে চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল জব্দকৃত জিরার বস্তাগুলো বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।

অভিযান চালিয়ে ৩০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। সীমান্তে যে কোন চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত আছে জানান তিনি।

এর আগে ১২ নভেম্বর হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা ৩ হাজার ৪৫০ কেজি জিরা জব্দ করেছিলো আইলাতলী বিওপির বিজিবির টহলদল। বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য ৪১ লক্ষ ৪০ হাজার টাকা।