সুনামগঞ্জের তাহিরপুরে ২ নারী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে নতুন করে ২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) রাত ৮টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে ২ জনেই নারী। জানা যায়,এই দুই নারী ঢাকা থেকে আসার পর গত ১০ মে তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই সাথে এর আগে করোনায় আক্রান্ত আরেক রোগীর নতুন করে পরীক্ষা করলে আজ আবার তার শরীরে করোনা পজিটিভ আসে। আক্রান্ত দুই নারী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর ও কালিপুর গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইকবাল হোসেন জানিয়েছেন,করোনায় আক্রান্তদেরকে আগামীকাল সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসলোশনে পাঠানো হবে।