মির্জাগঞ্জে আশা এনজিওর খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মে ১২, ২০২০

মেহেদি হাসান মুবিন,মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি ; পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ২০০ অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে মঙ্গলবার (১২ মে)সকাল ১০ টায় বেসরকারি আর্থিক সহায়তা কারী সংস্থা আশা এনজিও এর উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

এ সময় এখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন, বেসরকারি সংস্থা আশা’র মির্জাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আবু ইউসুফ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে রয়েছে ১০কেজি চাল,২কেজি আলু, ২কেজি ডাল, ১কেজি তৈল ও ১ কেজি লবন।