মির্জাগঞ্জে অসহায় ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

মেহেদি হাসান মুবিন মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ ভাইরাসের প্রাদুর্ভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জে কর্মহীন ও অসহায় হয়ে পড়া ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকাল ১০ টায় মির্জাগঞ্জ সমাজকল্যাণ সংস্থার নঅর্থায়নে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহি অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন খান উপজেলা চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিকী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্পের পরিচালক মোঃ আবদুল হাই ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার হাওলাদার, মোঃ শাহিন হোসেন ও চাকরিজীবী মোঃ ইদ্রিস রহমানের নিজ অর্থায়নে হতদরিদ্র, কর্মহীন ও অসহায় এসব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল জোমাদ্দার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন জোমাদ্দার প্রমুখ।