মির্জাগঞ্জে ৫৭ টি আশ্রয় কেন্দ্রে১৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মে ২০, ২০২০

মেহেদি হাসান মুবিন মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মঙ্গলবার রাত থেকে আম্ফানের প্রভাবে থেমে থেমে দমকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে, মির্জাগঞ্জ উপজেলা চলছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। জেলার নদ-নদীর পানি দেড় থেকে দু’ফুট বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রশাসন উপজেলার ৬টি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করছেন।

উপজেলার৫৭ আশ্রয় কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ১৪ হাজারের বেশী মানুষ আশ্রয় নিয়েছে বলে উপজেলা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। ইতিমধ্যে এসব কেন্দ্রে রোজাদারদের জন্য ইফতার ও সেহরির জন্য নিরাপদ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, সামাজিক দূরত্ব, মাস্ক বিতরণ ও মোমবাতির ব্যবস্থা করা হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন জানান, সুপার সাইক্লোন ‘আম্ফান’ নিয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি আরও জানান, আশ্রয় কেন্দ্রে মানুষজনকে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়া, উপজেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত শুকনো খাদ্য ও নগদ অর্থ মজুদ রয়েছে।