মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( ৩৬) ও স্কুল শিক্ষকসহ একদিনে নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার( ২৫ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, ঢাকায় পাঠানো নমুনা থেকে বৃহস্পতিবার ৪ জনের নমুনা রিপোর্ট মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এই নমুনাগুলো ১৬ জুন সংগ্রহ করা হয়েছিল। আক্রান্তদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সুবিদখালী সরকারি র,ই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আঃ মালেক (৩৮),উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মোঃ ওবাদুর রহমান( ২৯) ও রাণীপুর গ্রামের মোঃ আঃ মোতালেব(৬০) ।

আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, এনিয়ে এ পর্যন্ত মির্জাগঞ্জে ১৫ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ২ জন সুস্থ্য হয়েছে।১ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে আর ১ জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে থাকা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।