মির্জাগঞ্জে ৪০০ কৃষকের মাঝে বীজ বিতরণ

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

মেহেদি হাসান মুবিন মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে স্থানীয় ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।

বুধবার (১৩ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সানাউল মোরশেদ।

উপজেলা কৃষি অফিসার মো: আরাফাত হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবেনা সেই মোতাবেক প্রত্যেক কৃষককে ১ প্যাকেট করে করলা, লালশাক, লাউ, মিষ্টি কুমড়, ঢেঁড়স এর বীজ দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।