মির্জাগঞ্জে ঘর ভাংচুর, তরুণীকে পিটিয়ে জখম

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ২, ২০২০

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর মুন্সির ঘর ভাংচুর করে প্রতিপক্ষরা।এসময় প্রতিপক্ষের হামলায় তার মেয়ে মোসাঃ জেবুন নেছা (১৫)গুরুতর আহত হয়। শনিবার (২ মে)দুপুরের দিকে উপজেলার সুবিদখালী বাজারের ঋষিবাড়ি রোড সংলগ্ন এলাকায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

জানা যায়,জাহাঙ্গীর মুন্সির সঙ্গে ছৈলাবুনায়া গ্রামের জলিল মল্লিক,আমড়াগাছিয়া গ্রামের সোহাগ খান ও সুবিদখালী কামারওলার রুলআমিন মৃধ মধ্যে দীর্ঘ দিন যাবৎ ঋষি বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আহত জেবুন নেছা বলেন, দুপুরে দিকে ঋষিবাড়ি এলাকার আমাদের বসবাসরত ঘরে পাশে আমাদেরই একটি টিনশেটের ঘর জোরপূর্বক ভেঙে দখলের চেষ্টা করে।

আমরা তাতে বাঁধা প্রদান করিলে জলিল মল্লিক, সোহাগ খান ও রহুলআমিন মৃধা আমাকে দায়ের উল্টো দিক দিয়ে গাড়ে ও পিঠে আঘাত করে এবং বাবাকে মারধর করে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জাহাঙ্গীর মুন্সি জানান।

মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, জমিটি নিয়ে বহুদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। জাহাঙ্গীর বিরোধী জমতি কাজ করছিল এবং অপর পক্ষ তাতে বাঁধা দেওয়াতে এ ঘটনা ঘটে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।