মির্জাগঞ্জে ঘর ভাংচুর, তরুণীকে পিটিয়ে জখম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ২, ২০২০ মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর মুন্সির ঘর ভাংচুর করে প্রতিপক্ষরা।এসময় প্রতিপক্ষের হামলায় তার মেয়ে মোসাঃ জেবুন নেছা (১৫)গুরুতর আহত হয়। শনিবার (২ মে)দুপুরের দিকে উপজেলার সুবিদখালী বাজারের ঋষিবাড়ি রোড সংলগ্ন এলাকায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। জানা যায়,জাহাঙ্গীর মুন্সির সঙ্গে ছৈলাবুনায়া গ্রামের জলিল মল্লিক,আমড়াগাছিয়া গ্রামের সোহাগ খান ও সুবিদখালী কামারওলার রুলআমিন মৃধ মধ্যে দীর্ঘ দিন যাবৎ ঋষি বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আহত জেবুন নেছা বলেন, দুপুরে দিকে ঋষিবাড়ি এলাকার আমাদের বসবাসরত ঘরে পাশে আমাদেরই একটি টিনশেটের ঘর জোরপূর্বক ভেঙে দখলের চেষ্টা করে। আমরা তাতে বাঁধা প্রদান করিলে জলিল মল্লিক, সোহাগ খান ও রহুলআমিন মৃধা আমাকে দায়ের উল্টো দিক দিয়ে গাড়ে ও পিঠে আঘাত করে এবং বাবাকে মারধর করে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জাহাঙ্গীর মুন্সি জানান। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, জমিটি নিয়ে বহুদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। জাহাঙ্গীর বিরোধী জমতি কাজ করছিল এবং অপর পক্ষ তাতে বাঁধা দেওয়াতে এ ঘটনা ঘটে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: করোনার ঝুঁকি এড়াতে মির্জাগঞ্জে স্কুল মাঠে বসল বাজার মির্জাগঞ্জে ৪ লাখ টাকার অবৈধ বেহুন্দী জাল জব্দ মির্জাগঞ্জে ৪০০ কৃষকের মাঝে বীজ বিতরণ মির্জাগঞ্জে ৫৭ টি আশ্রয় কেন্দ্রে১৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে মির্জাগঞ্জে পুলিশ কর্মকর্তাসহ আরও ৩ জন করোণায় আক্রান্ত মির্জাগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ মির্জাগঞ্জে খাল খননে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে শিক্ষক কর্মচারীর প্রনোদনা তালিকায় অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল SHARES Matched Content দেশের খবর বিষয়: ঘর ভাংচুরতরুণীকে পিটিয়ে জখমমির্জাগঞ্জে