মির্জাগঞ্জে বয়স্ক ভাতা বিতরনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি : সামাজিক দূরত্ব বালাই নেই, করোনার ভয়, নেই কর্তৃপক্ষের তদারকি। পটুয়াখালীর মির্জাগঞ্জে সানাজিক দূরত্ব না মেনেই সোমবার সুবিদখালী সরকারি কলেজ মাঠে বিতর করা হচ্ছে বয়স্ক ভাতা।নিয়ম নীতির বালাই নেই, নজর নেই প্রশাসন কিংবা সোনালী ব্যাংক কর্তৃপক্ষের। সচেতন মহলে ক্ষোভ। আতঙ্ক বাড়ছে। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত, হয়ে পড়েছে গৃহবন্দী । প্রশাসন যখন জনসচেতনতা বৃদ্ধি, জনসমাগম ঠেকানোসহ সামাজিক দুরত্ব নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিক আতঙ্ক সময়ে মির্জাগঞ্জ সোনালী ব্যাংক কর্তৃক বয়স্ক ভাতা বিতরনে লক্ষ করা যায় তার বিপরীত চিত্র । নিয়ম – নীতির তোয়াক্কা না করে সামাজিক দুরত্ব বজায় না রেখে লোকজনের উপচেপড়া ভীর রেখে বিতরণ করা হচ্ছিল বয়স্কভাতা । বয়স্কদের জনসমাগম নিয়ে দেখা যায়নি কর্তৃপক্ষের কোন উদ্যোগ। করোনা আতঙ্ক মাথায় নিয়ে ভাতা গ্রহন করতে আসা বেশ কয়েকজন জানান, আমাদের যেভাবে ব্যাংকের লোকজন নির্দেশ দিয়েছে আমরা সেই ভাবেই তো লাইন ধরেছি। আর সামাজিক দুরত্ব কি এটা তো জানি না মোরা । এব্যাপারে মির্জাগঞ্জ সোনালী ব্যাংক শাখার ম্যানেজারের সাথে কথা হলে তিনি জানান, উপজেলা ৬টি ইউনিয়নের বয়স্ক ভাতা গ্রহনকারীদের ধারাবাহিকতা ভাবে ভাতা দেয়া হচ্ছে। আজ মির্জাগঞ্জ ও আমড়াগাছিয়া ২ টি ইউনিয়নের সুবিধাভুগিরা এসেছে তাই একটু ভিড় হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, বিতরনের বিষয়টি আমাকে জানিয়েছিল তাদের সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরন করতে বলা হয়েছিল। Share this:FacebookX Related posts: করোনার ঝুঁকি এড়াতে মির্জাগঞ্জে স্কুল মাঠে বসল বাজার মির্জাগঞ্জে শিশু খাদ্য সামগ্রী বিতরণ মির্জাগঞ্জে ২ ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতা দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ মির্জাগঞ্জে ৪ লাখ টাকার অবৈধ বেহুন্দী জাল জব্দ মির্জাগঞ্জে ৪০০ কৃষকের মাঝে বীজ বিতরণ মির্জাগঞ্জে ৫৭ টি আশ্রয় কেন্দ্রে১৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ মির্জাগঞ্জে খাল খননে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে শিক্ষক কর্মচারীর প্রনোদনা তালিকায় অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল SHARES Matched Content দেশের খবর বিষয়: বয়স্ক ভাতাবিতরনেমানা হচ্ছে না সামাজিক দূরত্বমির্জাগঞ্জে