‘শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশের উত্তারাঞ্চেলে মঙ্গা দূর হয়েছে, মানুষকে আজ না খেয়ে থাকতে হচ্ছেনা। অসহায়, দুঃস্থ ও শীতার্তদের কম্বলসহ শীতবস্ত্র দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশের আজ এতা উন্নয়ন হয়েছে। সে কারনে শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ’। সোমবার সকালে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে পৌরসভার অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে আড়াই হাজার কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল হোসেন আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা আজ এতোই ভালো যে বিশ্ববাসীর কাছে তা দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের এগিয়ে যাওয়ার চিত্র দেখে বিশ্ব নেতারা অভিভূত হচ্ছেন। বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন হাবিবুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এমপি শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমূখ। Share this:FacebookX Related posts: খুলনা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরী স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকই একমাত্র ভরসা! কুয়েটে জাকজঁমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত যশোরে প্রথমবারের মত করোনা রোগী সনাক্ত খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা দীর্ঘ চার বছরেও নির্মাণ হয়নি জনগুরুত্বপূর্ণ ব্রীজের এ্যাপোচ সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি পা ও মাথা উদ্ধার শার্শা উপজেলা করোনায় মোট আক্রান্ত ৬৮ : মৃত্যু-২ কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী শার্শার বাগআঁচড়া পরিষদে বাজার কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ‘শেখ হাসিনার কাছেইবাংলাদেশ নিরাপদ’