হালুয়াঘাটে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ১০, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়েছেন বেসরকারী উন্নয়ন সংস্থা আশা।

রবিবার (১০ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের বাসভবনের সন্মুখে সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্র জনগনের মাঝে বিতরনের জন্য হালুয়াঘাট আশা ব্রাঞ্চের পক্ষ থেকে ২শত বস্তা খাদ্য সহায়তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র আঞ্চলিক কর্মকর্তা মোঃ আমিনুল হক, শাখা ব্যবস্থাপক নূর কুতুবুল আলম, সিনিয়র সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান,এমদাদুল হক ও শহীদুল ইসলাম প্রমূখ। উল্লেখ যে, ত্রাণের প্রতি বস্তায় রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার সোয়াবিন তৈল।