জেলেদের সঙ্গে কোস্টগার্ডের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ৫, ২০২০ অনলাইন ডেস্ক : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সঙ্গে স্থানীয় জেলেদের সংঘর্ষে হাজেরা বেগম (৫৫) নামের এক নারী গুলিবিদ্ধসহ দশ জন আহত হয়েছেন। পিরোজপুরের জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা জাটকা সংরক্ষণ কর্যক্রমের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ভাণ্ডারিয়ার তেলিখালী ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা, মঠবাড়িয়া থানার পুলিশ ও মঠবাড়িয়ার মৎস্যকর্মীদের নিয়ে প্রথমে বলেশ্বর নদীতে অবৈধ জাল আটক করে। অভিযানের এক পর্যায়ে ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের পোনা নদীর উত্তরপাড়ে কচা নদীর পূর্ব পাড়ে হরিণপালা জেলে পাড়ায় অবৈধ জাল আটক করার চেষ্টা করলে এলাকাবাসী বাঁধা দেয় এবং অভিযানকারীদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড ও পুলিশ লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেস্টা করে। কিন্তু নারী-পুরুষ মিলে দলবদ্ধ হয়ে রামদা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র হামলা করলে ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম চৌধুরীর নির্দেশে কোস্টগার্ড গুলি চালাতে বাধ্য হয়। এতে জেলেপাড়ার মৃত আব্দুল খালেকের স্ত্রী হাজেরা বেগম (৫৫) হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ছাড়া মোতালেব হাওলাদার (৫৫) ও তার ছেলে শাহীন (৩৫) এবং আব্দুল আজিজের ছেলে জসিম হাওলাদার (২৮), সাদ্দাম (২৫), তহমিনা (৪৫), শাহনাজ (২০), সেলিম (২২), হেলাল (১৮) হেলাল (৩৫) আহত হয়। আহদের মধ্যে হাজেরা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোতালেব ও শাহিনকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তেলিখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নূর আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হাজেরা বেগম, মোতালেব ও শাহীন গুলিতে আহত হলেও অন্যরা লাঠিপেটায় আহত হয়েছে। ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান। এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করা হবে। অভিযানকালে কারেন্টজাল, বেহুন্দীজাল, ড্রামসহ প্রায় ১৫ লাখ টাকার মাছ ধরার সরঞ্জাম আটক করে পুড়ে ফেলা হয়। Share this:FacebookX Related posts: বাউফলে এমপি ও মেয়র গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক ঝালকাঠিতে ইউএনও’র হস্তক্ষেপে দুইটি বাল্যবিয়ে পন্ড কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কর্মগুণে পুরস্কার পেলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে খাল খননে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত থানায় বিষপানে আসামির মৃত্যু, দুই এএসআই সাময়িক বরখাস্ত SHARES Matched Content দেশের খবর বিষয়: কোস্টগার্ডেরগুলিবিদ্ধসহ আহত ১০জেলেদের সঙ্গেসংঘর্ষে