কর্মগুণে পুরস্কার পেলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক : কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নানামুখী উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন সৃজনশীল কর্মকান্ড বাস্তবায়নের জন্য শুদ্ধাচার পুরস্কার-২০২০ অর্জন করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। মঙ্গলবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশে পুরস্কার প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। তিনিসহ পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জিন্নাত আরা নাহিদ ও কার্যালয়ের উচ্চমান সহকারি গোপাল চন্দ্র সিকদার। ২০১৯ সালের ২২ জুন বরগুনার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোস্তাইন বিল্লাহ। গত মাসের ২২ জুন বরগুনায় যোগদানের এক বছর পূর্ণ হয়েছে তার। এই এক বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের চেতনায় দেশাত্মবোধের তাগিদে বরগুনার উন্নয়নে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বহুমুখী সৃজনশীল ও কার্যকরী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছেন তিনি। বরগুনা জেলার ইকোট্যুরিজমকে বিকশিত করার লক্ষ্যে তিনি বরগুনার তালতলী উপজেলার শুভ-সন্ধ্যা সমুদ্র সৈকতে উপমহাদেশের সর্ববৃহৎ জোসনা উৎসব এবং দেশের বৃহত্তম ইলিশ উৎসব উদযাপনের পাশাপাশি সৌন্দর্যের অপরূপ বরগুনা জেলাকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে ভিডিওচিত্রসহ নির্মাণ করেন বরগুনা জেলার ব্র্যান্ডিং সং। ইতিমধ্যে এ জেলার ব্র্যান্ডিং সং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে। এই একই লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার সৌন্দর্য ও ঐতিহ্যমন্ডিত বিভিন্ন স্থানের ছবি সম্বলিত এক নজরে একটি ফটোপ্রাচীর বানিয়েছেন তিনি। প্রকাশ করেছেন বরগুনা জেলা ট্যুরিজম এলবাম। মহাপ্রলয়ংকার ঘূর্ণিঝড় সিডরে নিহত মানুষের স্মৃতিতে তিনি নির্মাণ করেছেন স্মৃতিস্তম্ভ। মুজিব বর্ষ উপলক্ষে নানামুখী কর্মসূচির ধারাবাহিকতায় নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরতে স্থানীয় ১০০ জন বীর মুক্তিযোদ্ধার সরাসরি সাক্ষাৎকার নিয়ে ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ নামের একটি বই প্রকাশ করেন তিনি। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই মুজিব অঙ্গন বানিয়ে সেখানে তিনি বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করেন। জেলা শিল্পকলা একাডেমী ভবনের একাংশে স্থাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘর। এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণসহ স্থানীয় শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে গোপাল গঞ্জের টুঙ্গিপাড়ায় ‘মুজিব বর্ষে মুজিবকে জানুন’ এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেন তিনি। জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য তিনি ‘নন্দিনী হাইজিন কর্নার’ নামের একটি কর্মসূচী গ্রহণ করেন। তথ্য প্রযুক্তির অজানা বিষয়গুলো তুলে ধরতে তিনি অনলাইনভিত্তিক পেজ ‘ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম’ তৈরী করেন। বরগুনার মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তাঁর দক্ষ নেতৃত্বে ঘূর্ণিঝড় বুলবুল ও আম্পান এর মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি চলমান করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সাফল্যের সঙ্গে নানামুখী কার্যকরী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরসমূহ। এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘এ স্বীকৃতির জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ জানাই’। একই সাথে বরিশালের বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, ‘এটি আমার একার কৃতিত্ব নয়, এটি পুরো বরগুনা জেলা প্রশাসনের কাজের স্বীকৃতি। এ ধরণের স্বীকৃতি আগামী দিনে আমাদেরকে কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে’। Share this:FacebookX Related posts: বরিশাল জেলায় শ্রেষ্ঠ: আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন বরগুনার থানায় ঝুলন্ত মরদেহ, অবশেষে সেই ওসির বিরুদ্ধে মামলা নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কাউখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে স্বামী- স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী লালমোহন উপজেলা ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর কমিটি গঠন মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: কর্মগুণেজেলা প্রশাসকপুরস্কার পেলেনবরগুনারমোস্তাইন বিল্লাহ