কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকায় নির্মাণাধীন ভবনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয় সাহেব সিকদার (৩০) নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পৌর শহরের চিংগড়িয়া এলাকার সজল হাওলাদারের নির্মানাধীন ভবনে কাজ করার সময় হাতে থাকা লোহার রড বিদ্যুতের লাইনের সাথে সংযুক্ত হলে বিদ্যুৎপৃষ্ট হয়ে সে অচেতন হয়ে যায়। এরপর তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সাথে আহত হন শ্রমিক সিরাজ।