দৌলতখানে ত্রাণের ১২ টন চালসহ ট্রাক পুকুরে

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার দৌলতখানে জেলেদের ভিজিএফের ১২ মেট্রিক টন বোঝাই করা চালসহ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে দৌলতখান চরখলিফা দলিলখায়ের হাট বাজার সংলগ্ন কদমতলী এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান ফয়সাল ট্রেডার্স এর মাধ্যমে ১২ মেট্রিক টন চালসহ ভোলা থেকে ট্রাকটি দৌলতখান খাদ্যগুদামের উদ্দেশ্যে ছেড়ে আসে। দৌলতখান দলিলখায়ের হাট বাজার সংলগ্ন কদমতলী সড়কের কাছে আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে যায়।

দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৌলতখান খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা শান্তি রঞ্জন দাস বলেন, ১২ মেট্রিক টন চাল ঠিকাদারী প্রতিষ্ঠান ফয়সাল ট্রেডার্স এখানোও আমাদের বুঝিয়ে দেয়নি।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ জানান, প্রাথমিকভাবে নষ্ট হওয়া চালের পরিমাণ আমি এখনোও জানতে পারিনি। তবে উদ্ধার কাজ চলমান রয়েছে।