বিরামপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০ জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনার সময় আহত হয়েছেন পুলিশের তিনজন সদস্য। পুলিশের আহত তিনজন হলেন বিরামপুর থানার (এএসআই) শাহাজাহান আলী ও নিরঞ্জন রায় এবং কনস্টেবল দেলোয়ার হোসেন। তাঁদের দিনাজপুর পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার ভোররাতে পৌর শহরের মিরপুর নামক স্থান দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মিরপুর মাঠের পাশে একটি বাগানে অবস্থান নেই। কিন্তু মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি গুলি, তিনটি গুলির খোসা, একটি হাসুয়া, ২টি ছোরা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। Share this:FacebookX Related posts: দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত বিরামপুরে ভারতীয় ফেন্সিডিলসহ আটক-২ দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত বিরামপুরে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে বাইকসহ আটক-১ বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত : অস্ত্র উদ্ধার নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ ফেনসিডিলসহ দুই নারী আটক বিরামপুরে ইউপি সদস্যসহ গ্রেফতার ১৩ SHARES Matched Content অপরাধ বিষয়: পুলিশের সাথেবন্দুকযুদ্ধেবিরামপুরেমাদক ব্যবসায়ী নিহত