পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার দৌলতখানে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের বেড়ী হাওলাদার বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই ইউনিয়নের একই ওয়ার্ডের নুরউদ্দিনের ছেলে হাবিব (৮) ও নুরনবীর ছেলে নিহাদ (৬)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

জানা যায়, বিকেলে বাড়ির পাশের পুকুরে ওই দুই ভাই গোসল করতে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুরের পাশে তাদের কাপড় পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়দের সহায়তায় পুকুরের পানিতে জাল টেনে রাত সাড়ে ৯টায় পৃথক পৃথক ভাবে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।