দৌলতখানে চার জুয়ারী গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে জেল

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার দৌলতখানে সোমবার সন্ধায় জুয়ার আসর থেকে চার জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ৭’শ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম।

উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিদারুল্যাহ্ গ্রামের ঘরামি বাড়ির পাশের গোলেনুরের সুপারির বাগানে এরা জুয়া খেলায় মশগুল ছিল।

৯৯৯- এ কল আসলে দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মনির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়ারীদের আটক করে থানায় নিয়ে আসে।

এরা হচ্ছে, ওই গ্রামের জয়নাল আবদিনের ছেলে রিপন, মৃত মুনসুর আলীর ছেলে বেলায়েত, আবদুল মালেকের ছেলে ইসমাইল ও শাহে আলমের ছেলে লিটন। পরে রাত সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন দিনের জেল প্রদান করেন।