গৌরীপুরে পশ্চিম ভালুকা খানকা শরীফে জিকির, দোয়া ও শান মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : হযরত খাজা মইনূল হক মুঈন উদ্দিন চিশতী আজমেরী আল হাছানী (রহঃ) এর তাওয়াল্লাদ শরীফ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভার পশ্চিম ভালুকা খানকা শরীফে বুধবার (১১ মার্চ) রাতে তিলাওয়াতে কোরআন, মিলাদ, জিকির, দোয়া ও শান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খাদিমু ত্বরিকতে চিশতীয়া শামছুল হক চিশতী ও ভক্তবৃন্দ। এতে শান পরিবেশন করেন বাউল রব্বানী, মাফিজুল, মনির পাগলা প্রমুখ। মাহফিলে তরিকতে ভক্ত, মুরিদান ও আশেকানগণ উপস্থিত ছিলেন।